হযরত ইলিয়াস আঃ
হযরত ইলিয়াস আঃ
: ৮৫
وَزَكَرِيَّا وَيَحْيَىٰ وَعِيسَىٰ وَإِلْيَاسَ ۖ كُلٌّ مِنَ الصَّالِحِينَ

আর যাকারিয়্যা , ইয়াহইয়া, ঈসা এবং ইলয়াসকেও (হিদায়াত দিয়েছিলাম)। এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন ;
ফুটনোট

৩৭ : ১২৩
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ

আর নিশ্চয় ইলইয়াস ছিলেন রাসূলদের একজন [১]।

ফুটনোট

[১] কাতাদা বলেন, ইলইয়াস ও ইন্দ্রীস একই ব্যক্তি। [তাবারী] অন্যদের নিকট তাদের মধ্যে পার্থক্য রয়েছে। [ইবন কাসীর] সে মতে তিনি ছিলেন, ইলইয়াস ইবনে ফিনহাস ইবনে আইযার ইবনে হারূন ইবনে ইমরান। তারা বালি নামীয় এক মূর্তির পূজা করত। তিনি তাদেরকে তা থেকে নিষেধ করেন। কিন্তু তারা তা থেকে বিরত হয় না। [ইবন কাসীর]

৩৭ : ১৩২
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ

তিনি তো ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
ফুটনোট

0:00
0:00